“Why shelter Hasina?”, Hemant asked Shah on the intrusion issue
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে শাসক দল জেএমএম এবং বিজেপির মধ্যে তীব্র বিতর্ক শুরু হয়েছে। অনুপ্রবেশের সমস্যাকে কেন্দ্র করে বিজেপির নেতারা রাজ্য সরকারকে দুষতে শুরু করায়, মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন পাল্টা প্রশ্ন তুলে বলেছেন, ‘বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে আশ্রয় কেন দেওয়া হলো?’
রবিবার বিজেপি ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের জন্য তাদের ইস্তেহার প্রকাশ করে, যেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অনুপ্রবেশের সমস্যা নিয়ে মন্তব্য করেন। তিনি অভিযোগ করেন, অনুপ্রবেশকারীরা আদিবাসী মেয়েদের ভুল বুঝিয়ে, লোভ দেখিয়ে বিয়ে করছে এবং জমি দখল করছে। তিনি বলেন, শাসক দল অনুপ্রবেশকারীদের ভোটব্যাঙ্ক হিসেবে ব্যবহার করছে।
এই বক্তব্যের জবাবে, হেমন্ত সোরেন প্রশ্ন তোলেন, “বিজেপির কি বাংলাদেশ সরকারের সঙ্গে কোনও গোপন বোঝাপড়া রয়েছে? কেন তারা এই অনুপ্রবেশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না?” তিনি আরও বলেন, “বিজেপি শাসিত রাজ্য দিয়েই বাংলাদেশ থেকে অনুপ্রবেশ হচ্ছে, এবং সীমান্ত পাহারা দেওয়ার দায়িত্ব কেন্দ্রের। এখানে রাজ্যের কোনও হাত নেই।”