Heat wave warning in South Bengal including Kolkata
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গেই তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকে দক্ষিণবঙ্গ জুড়ে শুরু হবে তাপপ্রবাহ। পূর্বাভাস দিয়েছে আটটি জেলায় তীব্র তাপপ্রবাহ চলবে। রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ৪৬ ডিগ্রিও হবে বলে আশঙ্কা। আগামী রবিববার পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় তাপমাত্রা আরও ২-৩ ডিগ্রি বাড়বে। তাপপ্রবাহ চলবে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে। দুই মেদিনীপুর, দুই বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং বীরভূম, এই আটটি জেলায় তীব্র তাপপ্রবাহ চলতে পারে।
উত্তরবঙ্গে রয়েছে বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে হালকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
তীব্র দাবদাহের সাথেই পাল্লা দিয়ে জেলার দিকে দিকে তীব্র জলকষ্টে নাজেহাল মানুষ। পানীয় জলের তীব্র সংকট। দেখা দিয়েছে রোগের প্রকোপ। হাহাকার অবস্থা ব্লাড ব্যাঙ্কগুলিতে।তাপমাত্রার পারদ নামার কোনও সম্ভাবনা নেই বলে জানা যাচ্ছে। সোমবার জেলার তাপমাত্রা ছিল ৩৮.৭ ডিগ্রি সেন্টিগ্রেড, মঙ্গলবার ৪০.২ ডিগ্রি সেন্টিগ্রেড, বুধবার তাপমাত্রা প্রায় ৪২ ডিগ্রি।