Former Food Minister Jyotipriya Mallick approached Calcutta High Court with a bail application.
রাজ্য
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক:
রেশন দুর্নীতি কাণ্ডে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের জামিন মামলার শুনানি আগামী ২৫শে জুন বিচারপতি শুভ্রা ঘোষের সিঙ্গল বেঞ্চে।
এদিন এই মামলার শুনানিতে ইডির আইনজীবী ধীরাজ ত্রিবেদী নিজের বক্তব্য পেশের জন্য সময় চেয়েছেন । সেই আবেদন গ্রহণ করেছেন বিচারপতি। তারপরই মামলার শুনানির দিন ধার্য হয়েছে।
বৃহস্পতিবার আদালতে জ্যোতিপ্রিয়র আইনজীবী জানান, ইতিমধ্যেই রেশন দুর্নীতি মামলায় চার্জশিট গঠন হয়েছে। মামলার তদন্তে আর কোনও অগ্রগতি হয়নি। তাই তার মক্কেলকে জামিন দেওয়া হোক। ওদিকে বালুর জামিনের তীব্র বিরোধীতা করে ইডির আইনজীবী ধীরাজ ত্রিবেদী। তার দাবি, জ্যোতিপ্রিয়কে এই মুহূর্তে জামিন দেওয়া যাবে না। রেশন মামলায় তদন্তের অগ্রগতি হয়েছে। আদালতের সামনে সেই সংক্রান্ত তথ্য দেওয়ার কথাও বলে ইডি।
আদালতের কাছে ইডির তরফে কিছুটা সময় চাওয়া হয় ইডি তরফে। তার ভিত্তিতে আদালতের কাছে মামলা সংক্রান্ত অগ্রগতির তথ্য জমা দিতে বলেছে আদালত। দুপক্ষের বক্তব্যের ভিত্তিতে বিচারপতি শুভ্রা ঘোষ ইডিকে আরও ৪ দিন সময় দেন।
আগামী মঙ্গলবার জ্যোতিপ্ৰিয়র জামিন মামলার পরবর্তী শুনানি। সেই দিন মামলা সংক্রান্ত অগ্রগতির তথ্য জমা দিয়েছে কলকাতা হাইকোর্ট। প্রসঙ্গত, রেশন দুর্নীতি মামলায় গতবছর অক্টোবর মাসে টানা ২১ ঘণ্টা ধরে চলে তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর সল্টলেকের বাড়ি থেকে জ্যোতিপ্ৰিয়কে গ্রেফতার করে ইডি।