Teesta project from export of goods to Bangladesh, Hasan-Jaishankar meeting in Delhi
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: প্রতিবেশীকে অগ্রাধিকার দিয়ে সমুদ্র রণনীতি এবং বাণিজ্য সম্পর্ক জোরদার করার ডাক দিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। নয়াদিল্লিতে আজ শুরু হওয়া বিমস্টেকভূক্ত রাষ্ট্রগুলির বিদেশমন্ত্রীদের সম্মেলনে তিনি বক্তৃতা দেন। মায়ানমার, বাংলাদেশ, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, তাইল্যান্ডের বিদেশমন্ত্রী অথবা সরকারের শীর্ষ প্রতিনিধিরা যোগ দিয়েছেন এই আলোচনায়। বৈঠক চলবে কালও।
চব্বিশের নির্বাচনে জয়লাভ করে তৃতীয়বার ক্ষমতায় ফিরেছে মোদি সরকার। বরাবরের মতো এবারেও বিদেশনীতিতে অগ্রাধিকার দেওয়া হয়েছে প্রতিবেশি দেশগুলোকে। যার মধ্যে বাংলাদেশ অন্যতম। মাত্র ১০ দিনের ব্যবধানে দুবার ভারত সফরে এসেছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর বৈঠকেও উঠে এসেছিল ব্যবসা-বাণিজ্য, তিস্তা-সহ নানা গুরুত্বপূর্ণ বিষয়। এদিন দুই বিদেশমন্ত্রীও আলোচনাতেও উঠে আসে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো।
ভারত-বাংলাদেশের মধ্যে বহুদিন ধরে আলোচনার অন্যতম বিষয়বস্তু হচ্ছে তিস্তা প্রকল্প। যাতে বিনিয়োগ করতে আগ্রহী চিনও। হাসিনার ভারত সফরে স্থির হয়েছিল, বাংলাদেশের দিকে তিস্তায় জলসঞ্চয়ের জন্য একটি মহাপ্রকল্পে সহায়তা করবে ভারত। তার জন্য শীঘ্রই ঢাকায় পাঠানো হবে কারিগরি প্রতিনিধি দল। হাসানের সঙ্গে বৈঠকে সেই দল দ্রুত পাঠানো নিয়ে আলোচনা করেছেন জয়শংকর। শুধু তাই নয়, ব্রিকস জোটের সদস্যপদ পেতে চায় বাংলাদেশ। তার জন্য ভারতের সমর্থন চেয়েছেন হাসান মাহমুদ।