Good news for the Indian team, Harmanpreet will play in the Sri Lanka match
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: অবশেষে স্বস্তি মিলল ভারতীয় মহিলা ক্রিকেট দল। শ্রীলঙ্কার ম্যাচে পাওয়া যাবে দলের অধিনায়ক হরমনপ্রীত কৌরকে, জানালেন সহ অধিনায়ক স্মৃতি মন্ধনা। পাকিস্তান ম্যাচে ঘাড়ে আচমকাই ব্যাথা পান হরমনপ্রীত। এরপর আর খেলা চালাতে পারেননি তিনি। মাঠ ছে়ড়ে ছিলেন। মনে করা হয়েছিল হয়ত চোট গুরুত্বপূর্ণ। যদিও ম্যাচের আগের দিন স্মৃতি মন্ধনা সাংবাদিক সম্মেলনে এসে জানিয়ে দিলেন তাঁর খেলায় কোনও সমস্যা নেই। আগের দিন অবশ্য তিনি অনুশীলন করেননি। প্রথম শ্রীলঙ্কার বিরুদ্ধে অধিনায়কত্ব করবেন তিনিই। এই ম্যাচে যেনতেন প্রকারেন জিততেই হবে ভারতকে।