The division bench did not stay the order of the single bench in the defamation case against the Chief Minister.
রাজ্য
আদালত সংবাদদাতা :রাজ্যপালের মানহানি সংক্রান্ত মামলায়
সিঙ্গেল বেঞ্চের নির্দেশের উপর আপাতত কোন স্থগিতাদেশ দিলেন না
বিচারপতি ইন্দ্র প্রসন্ন মুখোপাধ্যায় ও বিচারপতি বিশ্বরুপ চৌধুরীর ডিভিশন বেঞ্চ। আগামীকাল ফের শুনানি এই মামলার।
উল্লেখ্য বিচারপতি কৃষ্ণা রাওয়ের সিঙ্গেল বেঞ্চের নির্দেশের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য তিন তৃণমূল নেতা নেত্রী ডিভিশন বেঞ্চে আপিল জানিয়েছিলেন।সিঙ্গেল বেঞ্চ ১৪ অগাস্ট পর্যন্ত রাজ্যপালের বিরুদ্ধে কোনো রকম মন্তব্য করা থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছিলেন এই চার জনকে।
এদিন আপিল মামলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে আইনজীবী সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় –
মামলায় সংবাদমাধ্যমের বক্তব্যকে ভিত্তি করা হলেও কোনো মিডিয়া হাউসকে মামলায় যুক্ত করা হয়নি।
কোনো রকম মানহানিকর মন্তব্য করা হয়নি।জননেতা বা নেত্রী হিসাবে কিছু কথা বলা হয়েছে। কিন্তু সেগুলো কোনোভাবেই মানহানিকর হতে পারেনা।কারন এই বক্তব্য অনেক আগে থেকেই জনসমক্ষে আলোচনা হচ্ছে।
সংবিধানের ১৯ ধারা অনুযায়ী প্রত্যেকের বাক স্বাধীনতা আছে।
জয়ন্ত মিত্র সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের তরফে – বিধানসভায় তিনি শপথ গ্রহন করার ইচ্ছা প্রকাশ করে চিঠি দিয়েছিলেন।কারন রাজভবনে সাম্প্রতিক কালে একটা ঘটনা ঘটার পর সেখানে যেতে তিনি ভয় পাচ্ছেন বলে জানান।
আগামীকাল ফের শুনানি…