Governor CV Anand Bose reached RG Kar on Thursday morning to meet the doctors.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: বুধবার রাতেই আরজি কর হাসপাতালের জরুরি বিভাগে এবং বাইরে চিকিৎসকদের প্রতিবাদ মঞ্চে ব্যাপক ভাঙচুর চালায় একদল দুষ্কৃতি। হাসপাতালের নার্স এবং কর্মিরা দাবি করেছেন পুলিশই নাকি তাঁদের ঢুকতে দিয়েছে। কোনও প্রতিরোধ করেনি শুরুতে। তথ্য প্রমাণ লোপাটের মতো গুরুতর অভিযোগ সামনে আসার সঙ্গে সঙ্গেই বৃহস্পতিবার সকালে সেখানে চিকিৎসকদের সঙ্গে দেখা করতে পৌঁছালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। চিকিৎসকদের তিনি আশ্বস্ত করেন তাঁরা বিচার পাবেন, তিনি তাঁদের পাশে রয়েছেন। দেশের পাশাপাশি মানব জাতির লজ্জা হিসেব আরজি করের ঘটনাকে আখ্যা দেন রাজ্যপাল। প্রতিবাদী চিকিৎসকদের সঙ্গে কথা বলার পর তিনি এমার্জেন্সি বিল্ডিংও ঘুরে দেখেন। তাঁদের রাজ্যপাল জানান, তিনি পদক্ষেপ গ্রহণ করবেন চিকিৎসকদের সঙ্গে কথা বলে।