Cataract surgery in the government hospital after the setback!
রাজ্য
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক:মেটিয়াবুরুজ সরকারি হাসপাতালে চক্ষু ছানি অপারেশনের পরই বিপত্তি!
রাজ্যের সরকারি হাসপাতালে ছানি অপারেশনের পরই বিপত্তি। কমপক্ষে ২৫ জনের চোখে সংক্রমণ হয়েছে বলেই খবর। মেটিয়াবুরুজ সুপার স্পেশালিটি হাসপাতালে গত শুক্র ও শনিবার তাঁদের ছানি অপারেশন করা হয়। কীভাবে সংক্রমণ হল, তা এখনও স্পষ্ট নয়। আপাতত নতুন করে মেটিয়াবুরুজ সুপার স্পেশালিটি হাসপাতালে ছানি অপারেশন বন্ধ রাখা হয়েছে। সংক্রমণের প্রকৃত কারণ খতিয়ে দেখতে অস্ত্রোপচারে ব্যবহৃত সমস্ত যন্ত্রপাতি পরীক্ষা করে দেখা হচ্ছে।
মেটিয়াবুরুজ সুপার স্পেশালিটি হাসপাতাল মূলত নাদিয়াল হাসপাতাল নামে পরিচিত। গত শুক্র ও শনিবার ওই হাসপাতালে কমপক্ষে ২৫ জনের ছানি অপারেশন হয়। তাঁদের মধ্যে ৪ জন মহিলা। বাকিরা সকলেই পুরুষ। রোগীদের দাবি, তাঁর পর থেকে সুস্থ হওয়া তো দূর অস্ত, পরিবর্তে চোখে সংক্রমণ দেখা দিয়েছে। চোখের ব্যান্ডেজ কাটার পরই উদ্বিগ্ন চিকিৎসকরা। রোগীদের রিজিওনাল ইন্সস্টিটিউট অফ অপথ্যালমোলজিতে স্থানান্তরিত করা হয়েছে। সেখানেই ভর্তি রয়েছেন তাঁরা।