Gautam Gambhir is not thinking about the World Test Championship final
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: ভারত ছাড়ার আগে দলের কোচ গৌতম গম্ভীর সাংবাদিক সম্মেলন করলেন সোমবার। অস্ট্রেলিয়ার বর্ডার গাভাসকর সিরিজের আগে এটাই ছিল তাঁর শেষ সাংবাদিক সম্মেলন। সেখানেই রোহিত শর্মা বা আগরকররা না এলেও, আসেন গৌতম গম্ভীর। সেখানে এসে বিরাট রোহিতের অফ ফর্ম নিয়ে প্রশ্ন করা হলে গৌতি জানিয়ে দেন, এই দুই ক্রিকেটারের যা ক্যালিবার, তাতে তাঁদের খারাপ ফর্ম নিয়ে একদমই চিন্তিত নন তিনি। এছাড়াও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে প্রশ্ন করা হয় তাঁকে। তখন গৌতম গম্ভীর জানান, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে তিনি ভাবছেন না। বরং প্রত্যেকটা সিরিজই ভারতীয় দলের কাছে গুরুত্বপূর্ণ, সেটা নিয়েই তিনি বেশি চিন্তিত। সব সিরিজেই ভালো পারফরমেন্স করতে হবে।