Follow Google Maps straight from the bridge to the river. 3 people died.
মুনমুন রায় প্রতিনিধি:একটি ভয়ঙ্কর ঘটনা ঘটেছে উত্তর প্রদেশের বরৈলিতে। গুগল ম্যাপের দেখানো পথ অনুসরণ করে একটি নির্মিয়মান সেতু থেকে সোজা নদীতে পড়ে যায় গাড়ি এবং গাড়িতে থাকা তিনজনেরই মৃত্যু হয়। জানিগিয়েছে তাঁরা সকলেই গুরুগ্রামের বাসিন্দা। শনিবার বরৈলিতে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে আসছিলেন তাঁরা। রাস্তা অচেনা হওয়ায়, গুগল ম্যাপই ভরসা ছিল তাঁদের। কিন্তু জিপিএস ভুল নেভিগেশন করে নির্মীয়মাণ সেতুর রাস্তা দেখায়। চালকও সেই পথই অনুসরণ করে এবং ৫০ ফুট উচ্চতা থেকে রামগঙ্গা নদীতে পড়ে যায়।
রবিবার সকালে স্থানীয় বাসিন্দারা গাড়িটিকে নদীতে পড়ে থাকতে দেখেন। তাঁরা তড়িঘড়ি উদ্ধার করার চেষ্টা করলেও, গাড়ির দরজা খুলে দেখেন, ভিতরে থাকা তিনজন যাত্রীরই মৃত্যু হয়েছে। খবর দেওয়া হয় পুলিশে। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। মৃতদের পরিবারের তরফে প্রশাসনের বিরুদ্ধেও অভিযোগের আঙুল তোলা হয়েছে। নির্মীয়মাণ সেতুতে কেন পথ আটকানোর জন্য ব্যারিকেড ছিল না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন।
গুগল ম্যাপ একটি জনপ্রিয় মানচিত্র পরিষেবা। অজানা পথে সঠিক ঠিকানা খুঁজেপেতে মানুষ গুগল ম্যাপের ওপর অন্ধের মত ভরসা করে। আর গুগল ম্যাপের ওপর ভরসা করে এমন ঘটনা আগেও ঘটেছে।