The central budget indicates that the price of gold and silver will fall! Read on to find out how low the price is.
দেশ
মুনমুন রায় ,প্রতিনিধি : মঙ্গলবার (২৩ জুলাই) বাজেটে সোনা ও রুপোর আমদানি শুল্ক ১৫ শতাংশ থেকে কমিয়ে ৬ শতাংশ করার পর থেকে ভারতে এই দুই মূল্যবান ধাতুর দাম অনেকটাই কমেছে। সরকারের এই পদক্ষেপে বাজারে এই দুই ধাতুর চাহিদা বাড়বে বলে আশা করা হচ্ছে।
বুধবার কলকাতায় কত দামে বিকোচ্ছে সোনা, রূপো?জেনে নেওয়া যাক।
গত বৃহস্পতিবার গ্রাম প্রতি ২৪ ক্যারাট সোনার দাম ছিল ৭,৪৮৪ টাকা। শুক্রবার গ্রাম প্রতি সোনার দাম ছিল ৭,৪৩৫ টাকা। শনিবার ১ গ্রাম সোনার দাম ছিল ৭,৩৯৭ টাকা। সোমবার ১ গ্রাম সোনার দাম রয়েছে ৭,৩৮৫ টাকা এবং মঙ্গলবার ১ গ্রাম সোনার দাম ছিল ৭,০৮৬ টাকা। বুধবারে সোনার দামে কোনো পরিবর্তন হয়নি।
শুক্রবার ১ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ছিল ৬,৮১৫ টাকা এবং শনিবার ১ গ্রাম সোনার দাম ছিল ৬,৭৮০ টাকা। সোমবার গ্রাম প্রতি দাম ছিল ৬,৭৭০ টাকা। মঙ্গলবার ১ গ্রাম সোনার দাম রয়েছে ৬,৪৯৫ টাকা । বুধবারেও বহাল রয়েছে একই দাম।
মঙ্গলবার ১ গ্রাম ১৮ ক্যারাট সোনার দাম রয়েছে ৫,৩১৪। বুধবার ১৮ ক্যারাট সোনার দামেও কোনো বদল আসেনি।শনিবার রূপোর দামে পরিবর্তন আসেনি কোনো।সোমবারেও অপরিবর্তিত ছিল রূপোর দাম।মঙ্গলবার ১ গ্রাম রূপোর দাম ছিল ৮৮ টাকা এবং ১ কেজি রূপোর দাম ছিল ৮৮,০০০ টাকা।
বুধবার গ্রাম প্রতি রূপোর দাম রয়েছে ৮৭.৫০ টাকা এবং কেজিতে দাম রয়েছে ৮৭,৫০০ টাকা।