Germany’s stunning victory in the Nations League match
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: নেশন লিগের ম্যাচে বহুদিন পর ভালো ছন্দে দেখা গেল জার্মানি ফুটবল দলকে। প্রতিপক্ষ দুর্বল ছিল, সেটা অস্বীকার করার জায়গা নেই। কিন্তু সাত গোলে জয় নিশ্চয় বড় ব্যাপার, যা দলের ফুটবলারদের নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়াবে। বসনিয়া অ্যান্ড হেরেজোগাভিনাকে ৭-০ গোলে হারাল ডাই মানস্কাফটরা। ম্যাচের ২ মিনিটেই জামাল মুসিয়ালার গোলে এগিয়ে যায় জার্মানি। ২৩ মিনিট ও ৭৯ মিনিটে জোড়া গোল করেন টিম ক্লেনদিনস্ট। ৩৭ মিনিটে গোল করেন স্ট্রাইকার কাই হাভার্টজ। ফ্লেরিয়ান রিটজও জোড়া গোল করেন, ৫০ এবং ৫৭ মিনিটে পরপর। ৬৬ মিনিটে গোল করেন স্ট্রাইকার লেরয় সানে। নেশন লিগে এমন জয়ের ফলে জার্মানির পুরোনো খেলার ঝলকই দেখা গেল। এই ফুটবল জুলিয়ান নাগেলসম্যানের দল আগামী ম্যাচগুলোয় খেলতে পারে কিনা, এখন সেটাই দেখার।