Germany’s stunning victory in the Euro Cup match. Beat Scotland 5-1.
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: ইউরো কাপের ম্যাচে দুরন্ত জয় জার্মানির। স্কটল্যান্ডকে হারিয়ে দিল ৫-১ গোলে। গোটা ম্যাচেই আধিপত্য দেখিয়ে খেলেন জার্মানরা। স্কটিশরা সেইভাবে দাঁড়াতেই পারেনি। ম্যাচের ১০ মিনিটেই জার্মানিকে এগিয়ে দেন ফ্লোরিয়ান রিটজ। কয়েক মিনিট পরই দ্বিতীয় গোলের দেখা যায় জার্মানি। এক্ষেত্রে দুরন্ত শটে বল জালে জড়িয়ে দেন মুসিয়ালা। ৪৫ মিনিটে পেনাল্টি পায় জার্মানরা। পেনাল্টি থেকে গোল করতে কোনও ভুল করেননি স্ট্রাইকার কাই হাভার্টজ। তখনই দলের জয় নিশ্চিত হয়ে গেছিল। ম্যাচের ৬৮ মিনিটে জার্মানির হয়ে চতুর্থ গোলটি করেন নিকলাস ফুলক্রুগ। ম্যাচের অন্তিম লগ্নে জার্মানির অন্তিম এবং পঞ্চম গোলটি করেন এমরে ক্যান। অ্যান্তোনিও রুদিগার একটি আত্মঘাতি গোল করায় এক গোল পায় স্কটল্য়ান্ড।