Sanjay Manjrekar questioned Gambhir’s use of words in the press meet.
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: বর্ডার গাভাসকর ট্রফির আগে সোমবার ছিল গৌতম গম্ভীরের সাংবাদিক সম্মেলন। এমনিতে গৌতম গম্ভীর যেমন আক্রমণাত্মক কথা বলে থাকতেন এতদিন রাজনীতিবিদ হওয়ার সৌজন্যে, সাংবাদিক সম্মেলনে এসেও তেমনভাবেই কথা বললেন গৌতি। আর তাতেই বেজায় বিরক্ত ভারতের প্রাক্তন ক্রিকেটাররা। যেমন সঞ্জয় মঞ্জরেকর তো গৌতম গম্ভীরের সাংবাদিক সম্মেলনের শব্দ প্রয়োগ নিয়েই প্রশ্ন তুলে দিলেন। সঞ্জয়ের মতে রোহিত শর্মা বা অজিত আগরকররা যেমন হোমওয়ার্ক করে বসতেন এবং যেভাবে সাংবাদিকদের সামলাতেন, গৌতম গম্ভীর তাঁর মতো কিছুই করলেন না। মানসিক দিক থেকে হোক বা শব্দ বাছাইয়ের দিক থেকে তিনি অনেক পিছিয়ে, তাই তাঁকে আর পাঠানোই উচিত নয় সাংবাদিক সম্মেলনে।