The price of commercial cooking gas is increasing by Tk 61 per cylinder
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: ফের একবার বাড়ল রান্নার গ্যাসের দাম। সিলিন্ডার পিছু ৬১ টাকা দাম বাড়ল ১৯ কেজির এলপিজি-র। এই নিয়ে পরপর টানা ৪ মাস এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল।
প্রতি মাসের শুরুতেই ওয়েল মার্কেটিং সংস্থাগুলি আন্তর্জাতিক বাজারে অপরিশেধিত পেট্রোলিয়ামের দামের পর্যালোচনা করে, সেই অনুযায়ী এলপিজি পণ্যের দাম নির্ধারণ করে।এবারও ওয়েল মার্কেটিং সংস্থাগুলির তরফে ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ানোর কথা ঘোষণা করা হল।
কত দাম বাড়ল? সিলিন্ডার পিছু ৬১ টাকা করে দাম বাড়ছে বাণিজ্যিক রান্নার গ্যাসের। আজ, ১ নভেম্বর থেকেই এই নতুন দাম কার্যকর হবে। এবার থেকে ১৯ কেজির এলপিজি সিলিন্ডার কিনতে খরচ পড়বে ১৯১১ টাকা ৫০ পয়সা। তবে ১৪ কেজির এলপিজি সিলিন্ডারের দাম অপরিবর্তিতই রাখা হয়েছে। ৮২৯ টাকাতেই পাওয়া যাবে ১৪ কেজির এলপিজি সিলিন্ডার।
কোন শহরে কত দাম? কলকাতায় ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ৬১ টাকা বাড়ায়, এবার থেকে নতুন সিলিন্ডার কিনতে খরচ পড়বে ১৯১১.৫০ টাকা। সেখানেই দিল্লিতে ১৯ কেজির সিলিন্ডারের দাম পড়বে ১৮০২ টাকা এবং মুম্বইয়ে ১৭৫৪.৫০ টাকা দাম পড়বে। চেন্নাইয়ে ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের নতুন দাম হচ্ছে ১৯৬৪.৫০ টাকা।
প্রসঙ্গত, গৃহস্থের বাড়িতে ১৪ কেজির এলপিজি সিলিন্ডারই ব্যবহার হয়। ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডার মূলত হোটেল-রেস্তোরাঁয় ব্যবহার হয়।