দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: আচমকা অগ্নিকাণ্ডের ঘটনা দক্ষিণ কলকাতার গড়িয়াহাট এলাকার কাঁকুলিয়া বস্তিতে ৷ শুক্রবার রাত আটটা নাগাদ আগুন লাগে বস্তির একটি ঝুপড়িতে ৷ দমকলের সাতটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে ৷ পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছন স্বয়ং মেয়র ফিরহাদ হাকিম ৷
রাত আটটা নাগাদ আগুনের ঘটনায় আতঙ্ক ছড়ায় কলকাতা কর্পোরেশনের ৬৮ নম্বর ওয়ার্ডের কাঁকুলিয়া বস্তিতে ৷ পাশাপাশি অনেকগুলি ঝুপড়ি থাকায় আগুন আশপাশে দ্রুত ছড়িয়ে পড়ে ৷ ঝুপড়ির কাঠামো বাঁশের আর বেড়া প্লাস্টিকের । তাই দ্রুত আগুনের কাছে চলে যায় ৷ প্রথমে স্থানীয়রাই আগুন নেভানোর কাজ শুরু করে দেয় ৷
পাশাপাশি খবর দেওয়া হয় দমকলকে ৷ দমকলের প্রথমে দু’টি ইঞ্জিন ও পরবর্তী সময়ে আরও পাঁচটি ইঞ্জিন পৌঁছয় ৷ মোট সাতটি ইঞ্চিন আগুন নেভানোর জোরদার চেষ্টা চালায় ৷ ৪০ মিনিটের লাগাতার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা ৷
আগুনের গ্রাসে ভস্মীভূত হয়ে গিয়েছে পাঁচ থেকে সাতটি ঝুপড়ি ৷ শীতের রাতে মাথার উপরের ছাদ হারিয়ে সর্বস্বান্ত সাতটি পরিবার ৷ অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় স্থানীয় তৃণমূল কাউন্সিলর সুদর্শনা রায় ৷ সব হারানো পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি ৷ আপাতত ক্ষতিগ্রস্তদের জন্য অস্থায়ীভাবে থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হয়েছে ৷
দমকল সূত্রে জানা গিয়েছে, বৈদ্যুতিক গোলযোগের কারণে ঝুপড়ির একটি ঘরে আগুন লাগে ৷ সেই আগুন দ্রুত আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে ৷ যদিও এই আগুনের জেরে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি