Gareth Southgate resigned as England coach England is going to get a new coach after 8 years
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: ইংল্যান্ডের পারফরম্যান্স দেখার পর, ইউরো চলাকালীনই দলের কোচ গ্যারেথ সাউথগেটের পদত্যাগের দাবি তুলেছিলেন ইংরেজ ভক্তরা। কিন্তু দল ফাইনালে ওঠায়, সেই দাবি সাময়িক ভাবে ধামাচাপা পড়ে গিয়েছিল। এবার ইউরোর ফাইনালে স্পেনের কাছে হারের পর কি সত্যিই পদত্যাগ করতে চলেছেন সাউথগেট? ম্যাচ শেষে তেমন ইঙ্গিত দিয়েছেন তিনি।
ব্যর্থতার তালিকায় সর্বশেষ সংযোজন নামীদামি তারকাদের নিয়ে দল গড়েও ইউরো ফাইনালে হার। সেই সব ব্যর্থতাকে সঙ্গী করেই ইংল্যান্ডের কোচের পদ থেকে অব্যাহতি নিলেন গ্যারেথ সাউথগেট।সাউথগেটের হাত ধরেই ৬৮ বছরের অপেক্ষার অবসান ঘটবে। ইংল্যান্ডের ধুলো জমা ট্রফি ক্যাবিনেটে ফের আসবে সাফল্য।তবে চলতি বছর ডিসেম্বর মাস পর্যন্ত চুক্তি রয়েছে সাউথগেটের। ২০১৬ সাল থেকে ইংল্যান্ডের কোচের পদে সাউথগেট। দীর্ঘ আট বছর দুবার দলকে ইউরো ফাইনালে তুলেছেন তিনি। একবার তুলেছেন বিশ্বকাপের সেমিফাইনালে। ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন সাউথগেটের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ঘোষণা করেছে, দ্রুত নয়া কোচের নাম ঘোষণা করা হবে।