November 5, 2024 6:01 am

২০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

November 5, 2024 6:01 am

২০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

Ganesh chaturthi 2024: আজ গণেশ পুজো, এই সব নিয়ম মানলেই পাবেন সিদ্ধিদাতার আশীর্বাদ

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

Today is Ganesh Puja, Ganesh Puja is celebrated with grandeur in Maharashtra and Karnataka.

দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে গণেশ উৎসব পালিত হয়। এই বছর গণেশ চতুর্থী ২০২৪ সালের ৭ সেপ্টেম্বর। পঞ্চাঙ্গ অনুসারে, গণেশ চতুর্থী তিথি শুরু হবে ৬ সেপ্টেম্বর বিকেল ০৩ টে ০১ মিনিট থেকে। এটি শেষ হবে ৭ সেপ্টেম্বর বিকাল ০৫ টা ৩৭ মিনিটে। ভারতে প্রতি বছর, গণেশ চতুর্থী একটি উৎসব হিসাবে পালিত হয়, যা প্রায় ১০ দিন ধরে চলতে থাকে।

এই সময়কালে মহারাষ্ট্র ও কর্ণাটকে গণেশ পুজোর ভিন্ন জাঁকজমক দেখা যায়। এদিন ভক্তরা বাপ্পাকে বাড়িতে নিয়ে আসেন এবং রীতিমতো পুজো করেন। বিশ্বাস করা হয় যে, ভগবান গণপতির আরাধনা করলে জ্ঞান ও প্রজ্ঞা লাভ হয়। সাফল্যের সম্ভাবনাও বৃদ্ধি পায়।

গণেশ চতুর্থী তিথি: এই বছর, ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথি শুরু হয়েছে ১৮ সেপ্টেম্বরে দুপুর ২টো ৯ মিনিটে। এটি ১৯ সেপ্টেম্বর বিকাল ৩টে ১৩ মিনিটে শেষ হবে। উদয় তিথির উপর ভিত্তি করে ১৯ সেপ্টেম্বর গণেশ চতুর্থী উদযাপিত হবে। ১০ দিন ধরে চলা গণেশোৎসবও এই দিন থেকে শুরু হবে।

এই সময়ে, মোদক, ফল, ক্ষীর এবং মিষ্টি বিঘ্নহর্তাকে নিবেদন করা হয়, যা তাকে খুশি করে। বলা হয় যে গণেশ চতুর্থীর পুজো সর্বদা সম্পূর্ণ উপকরণ দিয়ে করা উচিত। এতে বাপ্পার আশীর্বাদ অটুট থাকে। এমন পরিস্থিতিতে চলুন জেনে নেওয়া যাক গণপতি বাপ্পা পুজোর সম্পূর্ণ উপকরণ সম্পর্কে।

পঞ্চাঙ্গ অনুসারে, গণেশ চতুর্থীর পুজো এবং প্রতিমা স্থাপনের শুভ সময় ০৭ সেপ্টেম্বর ২০২৪ সকাল ১১ টা ০২ মিনিট থেকে শুরু হচ্ছে। এই মুহূর্ত শেষ হবে ওই দিন দুপুর ১টা ৩৩ মিনিটে।

গণেশ চতুর্থীর পুজো সমগ্রী: সিঁদুর, গণেশ মূর্তি, কলস, মোদক, কলা, আরতির বই, পান, মরসুমি ফল, প্রদীপ, গঙ্গার জল, কর্পূর, চন্দন, ফুল, গোটা চাল,পান পাতা, কাঠের চৌকি, কলা গাছ, হলুদ এবং লাল কাপড়, নতুন জামাকাপড়।

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

Related News

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top