France won the Nations League match.
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: নেশনস লিগের ম্যাচে বড় জয় পেল ফ্রানস। কিছুটা অপ্রত্যাশিতভাবেই ইতালিকে ৩-১ গোলে হারিয়ে দিল ফ্রান্স। এই ম্যাচ দুটোয় খেলবেন না কিলিয়ান এমবাপে, অর্থাৎ ইতালি এবং ইজরায়েরেলের বিপক্ষে তাঁকে স্কোয়াডে রাখেনি দিদিয়ের দেশঁ। কিন্তু তাঁর না থাকাতেও দলের ফলাফলে কোনও পার্থক্যই পড়ল না। ইতালিতে গিয়েই দাদাগিরি করে এলেন রাবিয়ট, কুলোমুয়ানিরা। ম্যাচের ২ মিনিটেই রাবিয়টের গোলে এগিয়ে যায় ফ্রানস। ৩৩ মিনিটে ইতালির গুগুলেরমো ভিকারিও আত্মঘাতী গোল করে ফ্রানসকে সুযোগ পাইয়ে দেন। এরপর অবশ্য ১টি গোল করে ব্যবধান কমান আন্দ্রে ক্যাম্বিয়াসো। তখন মনে হয়েছিল হয়ত খেলার ফিরতে পারে আজুরিরা। তবে ৬৫ মিনিটে ফের গোল করেন আন্দ্রে রাবিয়ট।