Former Justice Abhijit Gangopadhyay did not find relief in Calcutta High Court.
রাজ্য
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক:
এফআইআর খারিজের আবেদন জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার বিচারপতি জয় সেনগুপ্ত ব্যক্তিগত কারণে মামলাটি ছেড়ে দিয়েছেন। তিনি প্রধান বিচারপতির কাছে মামলাটি পাঠিয়েছেন। প্রধান বিচারপতি ঠিক করবেন মামলাটি কে শুনবেন।
উল্লেখ্য,মনোনয়ন পত্র জমা দেওয়ার দিনের গণ্ডগোলকে কেন্দ্র করে তমলুক থানায় তাঁর নামে এফআইআর দায়ের হয়। পাশাপশি, পুলিশি অতি স্বক্রিয়তার অভিযোগ তোলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আইনজীবী এবং তিনি জানান, অভিজিতের বিরুদ্ধে ৩০৭ ধারা যুক্ত করা হয়েছে। তিনি যাতে প্রচার করতে না পারেন সেই ব্যবস্থা করা হয়েছে।
এফ.আই.আর খারিজের আবেদন জানিয়ে আদালতের দারস্ত প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।মনোনয়ন জমা দেওয়ার দিন,গণ্ডগোলকে কেন্দ্র করে তমলুক থানায় তার নামে দায়ের হয়েছে এফ.আই.আর।পাশাপাশি পুলিশি অতিস্বক্রিয়তার অভিযোগ আইনজীবীর।তার বিরুদ্ধে ৩০৭ যুক্ত করা হয়েছে। তিনি যাতে প্রচার না করেন সেই ব্যবস্থা করা হয়েছে। অভিযোগ আইনজীবীর।মামলা দায়ের করার আবেদন।অনুমতি দিয়েছিলেন বিচারপতি জয় সেনগুপ্ত।