Around 19,000 Indians are stuck in Bangladesh, Foreign Minister S Jaishankar made a statement in the Rajya Sabha
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে কেন্দ্রের তরফে রাজ্যসভায় বিবৃতি দিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। অগ্নিগর্ভ বাংলাদেশের নানা প্রান্তে আক্রান্ত হচ্ছেন সংখ্যালঘুরা। আজ, মঙ্গলবার, রাজ্যসভায় সেকথা জানিয়ে উদ্বেগ প্রকাশ করলেন জয়শংকর।
বিদেশমন্ত্রী জয়শঙ্কর তাঁর বিবৃতিতে জানান, “ প্রায় ১৯ হাজারের মতো ভারতীয় এখন রয়েছেন বাংলাদেশে। তার মধ্যে ৯০০০ মতো পড়ুয়া। তাঁদের দ্রুত ফেরানো নিয়ে পদক্ষেপ করা হচ্ছে। বড় অংশের পড়ুয়ারা ফিরে এসেছেন দেশে আমাদের তরফে যোগাযোগ রাখা হচ্ছে ভারতীয় নাগরিকদের সঙ্গে। নজরদারি চলছে সীমান্তেও। আমাদের বিএসএফকে বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে।গোটা পরিস্থিতি নজরে রেখে বাংলাদেশ সেনার সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। আপাতত ভারতেই রয়েছেন হাসিনা বলে জানান জয়শংকর।