Footballer Anwar Ali was exiled for four months. He will have to pay a huge amount of compensation
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: আনোয়ার আলি নিয়ে যাবতীয় জল্পনার অবসান ঘটল। চার মাস নির্বাসিত হয়ে গেলেন ফুটবলার। সঙ্গে মোটা অঙ্কের ক্ষতিপূরণ দিতে হবে তাঁকে। পাশাপাশি বড় শাস্তি পেল ইস্টবেঙ্গলও। এক্ষেত্রে বলা যায়, পিএসসি থেকে বড় জয় পেল মোহনবাগান সুপার জায়ান্ট। তাঁরা আনোয়ার, দিল্লি এফসি এবং ইস্টবেঙ্গল থেকে ক্ষতিপূরণের টাকা পাবে। ইস্টবেঙ্গল এবং আনোয়ারকে মিলিত ভাবে ১২ কোটি ৯০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে।এই টাকা পাবে মোহনবাগান।
দিল্লি এফসি থেকে লোনে মোহনবাগান সুপার জায়ান্টের হয়ে খেলতে গিয়েছিলেন আনোয়ার। কিন্তু এই বছর সবুজ-মেরুন ছেড়ে লাল-হলুদে পাঁচ বছরের জন্য সই করেন তিনি। মোহনবাগান সূত্রে জানা গিয়েছে, ফেডারেশনের প্লেয়ার্স স্টেটাস কমিটি মনে করছে এটা নিয়ম-বহির্ভূত। ফলে চার মাসের জন্য নির্বাসিত আনোয়ার আইএসএলের শুরুর পর্বে খেলতে পারবে না। তবে চাইলে আনোয়ার তাঁর শাস্তির বিরুদ্ধে আবেদন করে ফিফার কাছে যেতে পারে।
চলতি মরসুম শুরুর আগে থেকেই আনোয়ারের দলবদল নিয়ে বিতর্ক শুরু হয়েছিল। মোহনবাগানের সঙ্গে লোন চুক্তি বাতিল করে আনোয়ার দিল্লি এফসিতে ফিরে গিয়ে পরে ইস্টবেঙ্গলে সই করেন। এই বিষয়ে অভিযোগ করেছিল মোহনবাগান। সর্বভারতীয় ফুটবল সংস্থা ও প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির সঙ্গে বৈঠক হয়েছিল আনোয়ার ও মোহনবাগানের। সেই বৈঠকের ২৪ ঘণ্টার মধ্যে জানানো হয়েছিল, পঞ্জাবের ফুটবলার যে প্রক্রিয়ায় মোহনবাগানের সঙ্গে লোন চুক্তি ভেঙেছেন, তা অনৈতিক।