East Bengal, Mohun Bagan and Mohammedan club chiefs voted for Naihati’s candidate.
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: নৈহাটিতে বিধানসভা উপনির্বাচন আর কয়েক দিন পরই। সেখানকার বিধায়ক বর্তমানে ব্যারাকপুর থেকে জিতে সাংসদে গেছেন। তিনি পার্থ ভৌমিক। তার পরিবর্তে নৈহাটি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সনৎ দেকে পার্টির তরফে টিকিট দেওয়া হয়েছে ভোটে দাঁড়ানোর। সেখানে তিনি হেভিওয়েট প্রার্থী বলা যায়। আর তাঁর সঙ্গে খেলার মাঠের যোগ রয়েছে দীর্ঘদিনের। এবার সনৎ দের হয়েই ভোটের প্রচারে বার্তা দিলেন ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মহমেডান স্পোর্টিং ক্লাবের কর্তারা। সব ক্লাবের তরফেই দাবি করা হয়েছে, যাতে সনৎ দেকেই ভোট দিয়ে আগামী উপনির্বাচনে জেতানো হয়। সচরাচর যা দেখা যায় না, নির্বাচনে সরাসরি কোনও ফুটবল ক্লাবের সমর্থন।