West Bengal Food Department has taken new steps to prevent fake ration cards
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: রেশন ব্যবস্থার ওপর নির্ভরশীল এদেশের বহু পরিবার। রেশন সামগ্রী দিয়ে সংসার চলে অনেকের। ভুয়ো রেশন কার্ড রুখতে নয়া পদক্ষেপ নিয়েছে পশ্চিমবঙ্গ খাদ্য দফতর। এবার থেকে নয়া রেশন কার্ডের রেজিস্ট্রেশনের ক্ষেত্রে একটি নথি বাধ্যতামূলক করা হয়েছে।
ভুয়ো তথা জাল রেশন কার্ডের অভিযোগ নতুন নয়। বহুদিন ধরেই এই অভিযোগ উঠতে শোনা গিয়েছে। এবার সেগুলি রুখতেই নয়া পদক্ষেপ নিল রাজ্য খাদ্য দফতর। এবার থেকে নতুন রেশন কার্ডের জন্য আবেদন করতে গেলে আধার কার্ডের জেরক্স জমা করতে হবে। নয়া রেশন কার্ডের রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আধার নম্বর বাধ্যতামূলক করা হয়েছে।
গত কয়েক বছরে রাজ্য সরকার বহু ভুয়ো রেশন কার্ড বাতিল করেছে। মাঝেমধ্যে আবার কেন্দ্রের তরফ থেকে অভিযোগ আসে, জাল কার্ড বাতিল করতে কোনও সদর্থক পদক্ষেপ গ্রহণ করছে না রাজ্য। এক্ষেত্রে অনেক সময় উঠে আসে অনুপ্রবেশকারীদের প্রসঙ্গ। এবার ভুয়ো রেশন কার্ড রুখতেই নয়া পদক্ষেপ নিল রাজ্য খাদ্য দফতর।জানা যাচ্ছে, নয়া রেশন কার্ড (Ration Card) প্রদানের ক্ষেত্রে স্বচ্ছতা আনতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।