The municipality has become stricter in illegal constructions, said Firhad Hakim
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষকে কদিন আগেই গুলি করে হত্য করার চেষ্টা করেছিলেন ১ ব্যক্তি। তাঁর দাবি ছিল, তাঁর জমি দখল করে নেওয়ায় তিনি গুলি চালিয়েছেন। এরপরই সুশান্ত ঘোষ কার্য প্রশ্ন তুলে দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিমের দিকেই। তিনি বলেছেন, শুধু ১০৮ নম্বর ওয়ার্ডে নয়, কলকাতার সব ওয়ার্ডেই বেআইনি নির্মান হচ্ছে। ফলে সরাসরি কেএমসির দিকেই প্রশ্ন উঠছে তাহলে কি পুরসভা ব্যর্থ বেআইনি নির্মান রুখতে। যদিও মেয়র ফিরহাদ হাকিম বলছেন, বাম আমলে অনেক বেআইনি নির্মান হত। এখন অনেক কমেছে। গার্ডেনরিচের বেআইনি বাড়ি হওয়ার পর আরও কঠোর হয়েছে পুরসভা। তাঁকে জানালে তিনি নিশ্চত ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন ফিরহাদ হাকিম।