Firhad Hakim demanded strict punishment for the consecutive rapes in the state
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: রাজ্যে এখন প্রায়শই প্রকাশ্যে আসছে ধর্ষণের ঘটনা। কখনও আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে খুন অথবা জয়নগরের ঘটনা। কিংবা আলিপুরদুয়ার, শেষ ২৪ ঘন্টাতেও এসেছে ধর্ষণের চেষ্টার অভিযোগ। এবার ভাইফোটার দিন রাজ্যে ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়া নিয়েই মুখ খুললেন মেয়র ফিরহাদ হাকিম। অন্যান্যবারের মতো এবারও তিনি গেছিলেন চেতলা অগ্রণী ক্লাবের মহিলাদের হাতে ফোটা নিতে। সেখানে গিয়েই তিনি ফোটা নেওয়ার পর স্বীকার করে নেন, রাজ্যে বারবার ধর্ষণের মতো ঘটনা পশ্চিমবঙ্গের ভাবমূর্তি নষ্ট করছে। একের পর এক এরকম নৃশংশ ঘটনা রুখতে কঠোর শাস্তির নিদান দেন তিনি, যাতে এমন কাজ ঘটানোর আগেই দুষ্কৃতি ভয় কাঁপে।