December 4, 2024 1:35 pm

১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

December 4, 2024 1:35 pm

১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

Firhad Hakim: বিধানসভায় ফিরহাদ হাকিম বিতর্কের অবসান

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

The Firhad Hakim debate in the assembly ended

দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: মন্ত্রী ফিরহাদ হাকিম যতবার প্রশ্নের উত্তর দিতে ওঠেন ততবার বিরোধীরা প্রতীকি ওয়াক আউট করেন। তারপর বিরোধী দলনেতা কক্ষে প্রবেশ করলে অধ্যক্ষ বিরোধী দলনেতা কে বলেন, মন্ত্রী ফিরহাদ হাকিম একটা কথা বলতে চান। আপনারা প্লিজ হাউজ ত্যাগ না করে ওনার কথাটা একবার শুনুন।

ফিরহাদ হাকিম: মাননীয় সদস্যরা যখন প্রশ্ন করেন, তখন সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের অনেক তথ্য ঘেঁটে তারপর আমার কথার কোনো অপব্যাখ্যা যদি কেউ করেন, তাহলে সেটা নিয়ে আমার কিছু বলার নেই। এখানে শঙ্কর বাবু(ঘোষ) সহ সবাই আছেন, আপনারা বুকে হাত দিয়ে বলুন তো আপনারা আমাকে ধর্মনিরপেক্ষ বলে মনে করেন কি না? এটা খুব খারাপ লাগে, আপনারা প্রশ্ন করছেন, তারপর আমি উত্তর দিতে উঠলেই আপনারা কক্ষ ত্যাগ করেন। এটা বোধহয় ঠিক নয়। আপনারা ভেবে দেখবেন।

শুভেন্দু অধিকারী বলেন: আপনি যে কথা বলেছেন সেই কথায় আর কারো মনে কিছু না হলেও আমাদের হয়েছে। আমি অধ্যক্ষের মাধ্যমে মাননীয় মন্ত্রীর কাছে বলতে চাই আপনি যদি এখানে অন্তত দুঃখ প্রকাশ করেন তাহলেই হবে। আপনাকে ক্ষমা চাইতে হবে না। কিন্তু আপনার ওই মন্তব্যে আমাদের আঘাত লেগেছে, তাই আপনি এই হাউসে শুধু দুঃখ প্রকাশ করলেই হবে।

জবাবে ফিরহাদ হাকিম জানান, আপনারা সকলেই জানেন বিশেষ করে বিরোধী দলনেতাও জানেন আমি নিজে দুর্গাপূজা থেকে শুরু করে কালিপুজো সব অর্গানাইজ করি। উনিও অনেক সময় গিয়েছেন আমার ওখানে। আমি ধর্ম নিরপেক্ষ ছিলাম, আছি, থাকবো।

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

Related News

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top