Fire at Genji Factory on Jessore Road,25 fire engines at the spot
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: দমদমের নাগেরবাজার সংলগ্ন এলাকায় যশোর রোডের উপর অবস্থিত একটি গেঞ্জির কারখানায় ভয়াবহ আগুন লাগল। শুক্রবার ভোররাতে ২৯ নম্বর যশোর রোডে অবস্থিত গেঞ্জির কারখানা ও গোডাউনে আগুন লেগে যায়। নাগেরবাজারে সরোজিনী নাইডু কলেজের ঠিক পাশেই অবস্থিত এই কারখানাটি। কারখানাটির পাশে একটি বেসরকারি আইসক্রিম সংস্থার গুদাম রয়েছে। সেখানেই প্রথমে এসিতে বিস্ফোরণের শব্দ শুনতে পান স্থানীয়রা। এর পরই আগুন লাগে।
ভোর ৩টে ৩০ নাগাদ আগুন লাগে বলে স্থানীয় সূত্রে জানা খবর। তখনই দমকলে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে দমকলের প্রায় ২৫টি ইঞ্জিন।আগুন নেভানোর কাজ করছে। দমকলকর্মীদের সঙ্গে আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছেন স্থানীয়েরা। এখনও আগুনের উৎসস্থলে পৌঁছতে পারেননি দমকল কর্মীরা।
তবে স্বস্তির খবর, ওই কারখানায় কেউ আটকে নেই বলেই খবর। পাশের গুদামেও কেউ আটকে নেই। তবে কীভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। পরবর্তী ক্ষেত্রে এ বিষয় খতিয়ে দেখা হবে। পাশাপাশি খতিয়ে দেখা হবে অগ্নিনির্বাপন ব্যবস্থা ছিল কিনা।