The father of the son is Rohit Sharma
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক:বাবা হলেন রোহিত শর্মা। তাঁর স্ত্রী রিতিকা সদ্য মা হয়েছেন। শুক্রবার রাতেই মুম্বইতে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন রিতিকা। রোহিতের আগে ছিল এক মেয়ে সামাইরা, এবার তারই খেলার জন্য চলে এল ছোট ভাই। রোহিত শর্মাও পরের দিনই সোশাল মিডিয়ায় পোস্ট করে জানালেন তিনি কতটা ঠিক খুশি। একটি প্রতিকি ছবি দিয়ে রোহিত শর্মা লেখেন, এখানে আমরা তিন থেকে চার। অর্থাৎ তাঁর পরিবারে চতুর্থ সদস্য চলে এল। এতদিন রোহিত শর্মা অস্ট্রেলিয়ায় যেতে পারেননি স্ত্রী সন্তানসম্ভবা হওয়া। কিন্তু পুত্রের জন্ম হওয়ার সঙ্গে সঙ্গেই রোহিত শর্মাকে যে দ্বিতীয় টেস্ট থেকে পাওয়া যাবে তাঁর নিশ্চিত হয়ে গেল। এতদিন স্ত্রী রিতিকা এবং সামাইরাকে নিয়েই সব ম্যাচে জেতেন রোহিত।