After the fake teacher, now the fake police officer. Arrested Maldar Pukhuria Police Station.
মালদা
মাধব কুমার মন্ডল, প্রতিনিধি রাজ্যে একাধিক জায়গায় ভুয়ো শিক্ষক থেকে শুরু করে ভুয়ো ডাক্তার অফিসারের একাধিক ঘটনা ঘটলেও এবার পুলিশের জালে ভুয়া পুলিশ অফিসার। মঙ্গলবার গভীর রাতে মালদার পুকুরিয়া থানার অন্তর্গত লোখরা এলাকা থেকে এক ভুয়া পুলিশ আধিকারিককে গ্রেফতার করে পুখুরিয়া থানার পুলিশ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে ভুয়া ওই পুলিশ আধিকারিকের নাম আনোয়ারুল আলী। বুধবার তাকে চাচোল মহকুমা আদালতে পেশ করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে পুখুরিয়ার আড়াইডাঙ্গা অঞ্চলের লোখরা গ্রামে ওই ব্যক্তি পুলিশের পোশাক পড়ে ঘুরে বেড়াচ্ছিল। স্থানীয় বাসিন্দাদের তার চলাচল সন্দেহজনক মনে হওয়ায় তাকে আটক করে খবর দেওয়া হয় পুকুরিয়া থানায়। রাতের বেলায় পুখুরিয়া পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে । গ্রামের বাসিন্দাদের অভিযোগ ওই ব্যক্তিকে একাধিকবার গ্রামে ঘোরাফেরা করতে দেখা গেছে । গতকাল রাতে একটি মেয়ের বাড়ির পাশে তাকে ঘুরতে দেখে স্থানীয় বাসিন্দারা তাকে আটক করে ।পুলিশ সূত্রে জানা গেছে ভুযো পুলিশ অফিসারটির নাম আনোয়ারুল হক। বাড়ি হরিশ্চন্দ্রপুর। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ গ্রামেরই একটি মেয়ে এর সাথে অবৈধ সম্পর্ক রয়েছে তার। মঙ্গলবার রাত্রেও ছেলেটি ওই মেয়েটির সাথে দেখা করতে এসেছিল। মেয়েটির অভিযোগ, গত ছয় মাস থেকে ওই ছেলের সাথে আমার প্রেমের সম্পর্ক ছিল । একাধিকবার আমার সাথে দেখাও করে সে । মিথ্যা কথা বলে আমাকে প্রেমের জালে ফাঁসিয়ে সে । আমার সাথে কিছু অত রঙ্গ মুহূর্ত ছবি তার মোবাইলে ছিল । নিজেকে পুলিশ অফিসার পরিচয় দিয়ে আমার বাবাকে হুমকি দিত। বুধবার অভিযুক্ত কে চাচল মহকুমা আদালতে পেশ করা হয়।