The two teams are going to meet in a mega match in Bengaluru.
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: আইপিএলের প্লে অফে যাবে কোন দল, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বা চেন্নাই সুপার কিংস, সিদ্ধান্ত হয়ে যাবে শনিবার। বেঙ্গালুরুতে মেগা ম্যাচে মুখোমুখি হতে চলেছে দুই দল। ১৮ রানের ব্যবধানে চেন্নাইকে হারালেই প্লে অফে যাবে আরসিবি, অথবা ম্যাচ জিততে হবে ১১ বল বাকি থাকতে। সেদিক থেকে সরাসরি জিতলেই প্লে অফে যাবে সিএসকে, সেই সঙ্গে তাঁদের কাছে সুযোগ থাকবে কোয়ালিফায়ার খেলার। শনিবারের এই ম্যাচই হয়ত বিরাট কোহলি এবং মহেন্দ্র সিং ধোনির আইপিএল দ্বৈরথের শেষ ম্যাচ, কারণ এই ম্যাচের পর ধোনি হয়ত আর মুখোমুখি হবেন না কোহলির। পরের মরশুমে তাঁর না খেলার সম্ভাবনাই বেশি। এদিকে স্রেফ ধোনি নয়, এই ম্যাচই আইপিএলের শেষ ম্যাচ হতে পারেন দীনেশ কার্তিকের। কারণ তিনিও জানিয়েছিলেন ২০২৪ আইপিএলই তাঁর কেরিয়ারের শেষ। ফলে ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে চেন্নাই বনাম বেঙ্গালুরুর এই ম্যাচ।