The Spanish camp beat Luka Modric’s Croatia 3-0 in the Euro Cup match
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: ক্রোয়েশিয়ার বিরুদ্ধে বড় জয় পেল স্পেন। ইউরো কাপের ম্যাচে ৩-০ গোলে লুকা মদ্রিচের ক্রোয়েশিয়াকে হারিয়ে দিল স্প্যানিশ শিবির। গোটা ম্যাচেই আধিপত্য নিয়ে খেলে স্পেন। ক্রোটরা সেই তুলনায় আক্রমণই করতে পারেনি। যদিও ম্যাচে বল পজিশন বেশি ছিল ক্রোয়েশিয়ার । তবে গোল করার ক্ষেত্রে মুন্সিয়ানা দেখাতে পারল না তাঁরা। ম্যাচের ২৯ মিনিটেই এগিয়ে যায় স্পেন। মাথা ঠান্ডা রেখে গোল করে ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এগিয়ে দেন স্ট্রাইকার আলভারো মোরাতা। তিন মিনিট পরই ফের গোল। এবার দলের দ্বিতীয় গোলটি করেন মিডফিল্ডারল ফ্যাবিয়ান লুইজ। তখনও খেলায় কিছুটা ছিল ক্রোয়েশিয়া, কিন্তু তৃতীয় গোল পরার সঙ্গে সঙ্গেই তাঁদের কফিনে শেষ পেরেক পড়ে যায়। দানি কার্ভাহাল স্পেনের হয়ে প্রথমার্ধেই ব্যবধান ৩-০ করেন। এরপর আর গোলের দেখা পায়নি কোনও দল। ম্যাচ জিতে মাঠ ছাড়েন পেদ্রি, মোরাতারা।