Netherlands beat Turkey 2-1 in a thrilling Euro Cup match.
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: ইউরো কাপের টানটান উত্তেজনাকর ম্যাচে তুরস্ককে ২-১ গোলে হারিয়ে দিল নেদারল্যান্ডস। দুই দলই ম্যাচে সমানে সমানে টেক্কা দিয়েছে একে অপরকে,কিন্তু গোলের নিরিখে এগিয়ে থেকেই মাঠ ছাড়ে ভ্যান জিক, গাকপোরা। এক্ষেত্রে অবশ্য তুরস্কের ভাগ্য সহায় ছিল না, কারণ একটি আত্মঘাতি গোল খায় তাঁরা। পাশাপাশি তাঁদের এক ফুটবলার লালকার্ডও দেখেন। ম্যাচের ৩৫ মিনিটে সাকেত আমায়দিনের গোলে এগিয়ে গেছিল তুরস্ক। ৭০ মিনিটে নেদারল্যান্ডসের হয়ে গোল পরিশোধ করেন স্টেফান দে ভ্রিজ। এর কয়েক মিনিট পরই আত্মঘাতী গোল করে বসেন মার্ট মুলডার, তাতেই পিছিয়ে যায় তুরস্ক। এরপর তেড়ে ফুঁড়ে আক্রমণে যায় তুরস্ক শিবির, শেষ দিকে তাঁদের ওজগুর ইলদ্রিম লালকার্ড দেখেন। ৯০ মিনিট শেষে ২-১ গোলে ম্যাচ জিতে সেমিফাইনালে পৌঁছে গেল নেদারল্যান্ডস।