England in the Euro final, ahead of Spain
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: ইউরো কাপের ফাইনালে ইংল্যান্ড ক্রিকেট দল। সেমিফাইনালে রুদ্ধশ্বাস ম্যাচে নেদারল্যান্ডসকে হারিয়ে দিল ইংরেজরা। টানা দুবার ইউরোর ফাইনালে উঠল ইংল্যান্ড। গতবার ফাইনালে ইতালির বিপক্ষে হেরে গেছিল তাঁরা। এবার ফের ফাইনালের টিকিট অর্জন করে ফেলল হ্যারি কেনের দল। নেদারল্যান্ডস অবশ্য এগিয়ে গেছিল সাত মিনিটেই। কিন্তু শেষরক্ষা হয়নি। কয়েক মিনিটের মধ্যে দামফ্রিস বক্সের ভিতর ফাউল করায় পেনাল্টি পায় ইংল্যান্ড। সেখান থেকে গোল করে দলকে সমতায় ফেরান ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেন। ম্যাচের শেষ লগ্নে যখন সকলে ধরে নিয়েছেন ম্যাচ গড়াচ্ছে অতিরিক্ত সময়, তখনই ক্লাইম্যাক্স। ইংল্যান্ডের পরিবর্ত ফুটবলার হিসেবে নামা ওয়াটকিনস গোল করে ফলাফল ২-১ করে দেন ইংল্যান্ডের হয়ে, তাতেই ম্যাচ জিতে নেয় ইংরেজরা।