Euro quarter finals start on Friday, heavyweight matches on day one
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: শুক্রবার থেকে শুরু হয়ে যাচ্ছে ইউরো কাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচ। এবারের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নেবে বেশ কয়েকটি শক্তিধর দেশ। কারণ স্পেন-জার্মানি মুখোমুখি হবে একে অপরের। বলা যায়, এবারে কোয়ার্টার ফাইানালে বেশ কয়েকটি ম্যাচই ফাইনালের মতো। শুক্রবার রাত সাড়ে ৯টায় কোয়ার্টার ফাইনালে প্রথম ম্যাচে মুখোমুখি দুই বিশ্বচ্যাম্পিয়ন স্পেন এবং জার্মানি। সেদিন অর্থাৎ শুক্রবার রাতেই দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল এবং ফ্রানস্। পরের দিন অর্থাৎ শনিবার রাত সাড়ে ৯টায় ইংল্যান্ডের সামনে সুইৎজারল্যান্ড, খেলায় যে তাঁরা এক ইঞ্চিও জমি ছাড়বে না তা বলাই বাহুল্য। এদিকে চতুর্থ অর্থাৎ শেষ কোয়ার্টার ফাইনালে শনিবার রাত সাড়ে বারোটায় মুখোমুখি হবে নেদারল্যান্ডস এবং তুরস্ক। ফলে শুক্রবার দিনই দুই হেভিওয়েট দলের ইউরো অভিযান শেষ হওয়া একপ্রকার নিশ্চিত।