Ronaldo missed the penalty, but Portugal won
ফুটবল
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক:ইউরো কাপের ম্যাচে কোনও মতে জিতে গেল পর্তুগাল। স্লোভেনিয়ার বিপক্ষে হারতে হারতে ম্যাচ জিতল পর্তুগিজরা। ম্যাচে অবশ্য একাধিক সুযোগ নষ্ট করেন পর্তুগিজ সুপারস্টার রোনাল্ডো। শুধু তাই নয়, অতিরিক্ত সময় পেনাল্টি পায় পর্তুগাল। সেখান থেকেও শট নিয়ে তা গোলে ঢোকাতে পারেননি রোনাল্ডো। তাঁর শট সেভ করে দেন স্লোভেনিয়ার গোলরক্ষক ওবলাক। ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে দলের হয়ে প্রথম শট নিয়ে গোল করেন সিআরসেভেন। পর্তুগালের গোলের নিচে দুরন্ত পারফরমেন্স করেন দিয়োগো কোস্তা। পরপর তিনটি সেভ দেন টাইব্রেকারে, তাতেই ৩-০ ফলে টাইব্রেকারে ম্যাচ জিতে পরের রাউন্ড অর্থাৎ কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় পর্তুগাল। শেষ আটে তাঁদের প্রতিপক্ষ ফ্রান্স। পেনাল্টি মিস করায় স্বভাবতই মনমরা ছিলেন রোনাল্ডো, তবে দল জেতায় মুখে হাসি ফোটে তাঁর।