Waste of money of Englishbazar municipality. The cleaning machine bought for 5 lakh rupees is getting damaged.
মালদা
মাধব কুমার মণ্ডল, সাংবাদিক
সালটা ছিল ২০২১। সেই সময় ইংলিশবাজার পৌরসভার প্রশাসক ছিলেন মহকুমা শাসক সুরেশ চন্দ্র রানো। শহর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য সেই সময় প্রায় পাঁচ লক্ষ টাকা ব্যায়ে আধা স্বয়ংক্রিয় রাস্তা সাফাই মেশিন ক্রয় করা হয়। ঘটাকরে উদ্বোধনের পর শহর পরিষ্কারের কাজে লাগানো হয়েছিল আধা স্বয়ংক্রিয় রাস্তা সাফাই এর এই মেশিন দুটি। কিন্তু বর্তমানে এই দুটো মেশিন অকেজো অবস্থায় পড়ে রয়েছে। ইংলিশ বাজার পৌরসভার পরিবহন দপ্তরে পড়ে পড়ে নষ্ট হচ্ছে পাঁচ লক্ষ টাকা ব্যয়ের এই মেশিন দুটো। সংশ্লিষ্ট পৌরসভার পরিবহন দপ্তরের দুই প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে একাধিক টুকরো অবস্থায় বর্তমানে জং ধরতে বসেছে এই মেশিন দুটি।
আর এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক। পৌরসভার বিরোধী দল নেতা অম্লান ভাদুরি অভিযোগ করেন, তৃণমূলের সরকারের আমলে আমরা দেখছি পৌরসভায় একবার প্রশাসক বসছে একবার চেয়ারম্যান বসছে। ফলে স্বভাবতই একেক জন একেক রকম পরিকল্পনা করে কাজ করছে। আমরা দেখলাম প্রশাসক থাকার সময় দুটি ঝাড়ুর মেশিন কেনা হয়েছিল। আজকে সেই মেশিন দুটো অকেজো হয়ে পড়ে রয়েছে। এগুলো আমাদের জনসাধারণের ট্যাক্সের টাকা।
এই মেশিন দুটো আমাদের শহরের জন্য প্রযোজ্য না। স্টেশনের জন্য ঠিক আছে আমাদের শহরের ম্যাস্ট্রিক রোডে মেশিন দিয়ে ঝাড়ু দেওয়া সম্ভব নয়। পাল্টা দাবি ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরীর।জনগণের ট্যাক্সের টাকা দিয়েই কেনা হয়েছিল মেশিন দুটি। এখন অকেজো অবস্থায় পড়ে রয়েছে। তাহলে কেনায় বা হল কেন প্রশ্ন তুলেছেন পৌর নাগরিকরা।