England in the face of victory in the Multan Test
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: পাকিস্তানে মুলতানের বিরুদ্ধে দুরন্ত পারফরমেন্স জো রুট, হ্যারি ব্রুকের। তাঁদের দুরন্ত পারফরমেন্সের সুবাদে ইংল্যান্ড দল এখন মুলতানে চালকের আসনে। বলা ভালো, বড়সড় অঘটন না ঘটলে তাঁরা এই ম্যাচ জিততেই চলেছে। ৭ উইকেটে ৮২৩ রান তুলে ইনিংস ডিক্লিয়ার করে দেয় ইংল্যান্ড। ট্রিপল সেঞ্চুরি করেন হ্যারি ব্রুক। দ্বিতীয় দ্রুততম টেস্ট ব্যাটার হিসেবে ত্রিশতরান করলেন তিনি। এছাড়াও জো রুট দ্বিশতরানের পাশাপাশি পেরিয়ে যান ২৫০ রানের গণ্ডিও। সেই সুবাদেই বড় রানের লিড নেয় ইংল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে পরপর উইকেট হারিয়ে কার্যত হারের মুখে দাঁড়িয়ে রয়েছে পাকিস্তান। পঞ্চম দিনে পাক ব্যাটারদের মিরাকেল করে দেখাতে হবে ব্যাট হাতে।