Kalyan Majumder is going to be relieved from the post of secretary of East Bengal Club.
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: অবশেষে ইস্টবেঙ্গল ক্লাবের সচিব পদ থেকে অব্যাহতি দিতে চলেছেন কল্যাণ মজুমদার। চলতি বছর লালহলুদে নির্বাচন হচ্ছে। এক্ষেত্রে বিরোধীরা কোনওরকম প্রার্থী না দেওয়ায় সহজেই জিততে চলেছে শাসক গোষ্ঠির কর্তারা। তার মধ্যে থেকে সহসচিব রূপক সাহাকেই লালহলুদের আগামী সচিব হিসেবে বেছে নেওয়া হতে চলেছে বলে সূত্রের খবর। শারীরিক অসুস্থার জন্য সচিব পদে আর থাকতে চান না দু দশকেরও বেশি এই দায়িত্ব সামলানো কল্যাণ মজুমদার। একা কল্যাণবাবু নন, এবার লাহলুদের সভাপতি পদেও আর থাকবেন না প্রণব দাশগুপ্ত। দীর্ধ ৩০ বছর ধরে দলের এই দায়িত্ব সামলালেও আর ক্লাব সভাপতি থাকতে চান না তিনি, বরং নতুন কাউকে এই পদে আনা হোক, চাইছেন তিনি। অন্যভাবে ক্লাবের সঙ্গে প্রণববাবুকে জড়িত করার চেষ্টা চালাচ্ছেন ইস্টবেঙ্গল কর্তারা।