November 4, 2024 12:21 am

১৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

November 4, 2024 12:21 am

১৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

Encounter: বস্তারে নিরাপত্তা বাহিনীর অভিযানে খতম ৩০ মাওবাদী, উদ্ধার আগ্নেয়াস্ত্র

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

30 Maoists killed in security forces operation in Bastar

দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: শুক্রবার, নিরাপত্তা বাহিনী ৩০ জন মাওবাদী মেরে ফেলার খবর দিয়েছে, যা সাম্প্রতিক সময়ে মাওবাদীদের বিরুদ্ধে চালানো অপারেশনগুলোর মধ্যে অন্যতম। বস্তর, যেখানে মাওবাদীরা দীর্ঘকাল ধরে তাদের কর্মকাণ্ড চালিয়ে আসছে, সেখানে এই অপারেশনটি বিশেষভাবে উল্লেখযোগ্য।এই অঞ্চলে নকশালদের “লাল আতঙ্ক” শেষ করার লক্ষ্যে নিরাপত্তা বাহিনী নিয়মিত অভিযান চালাচ্ছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নারায়ণপুর ও দান্তেওয়াড়া জেলার সীমায় অবস্থিত অবুঝমাড় এলাকায় মাওবাদীদের উপস্থিতির খবর পেয়ে শুক্রবার ১টা নাগাদ অভিযানে নামে নিরাপত্তা বাহিনী। নারায়ণপুর ও দান্তেওয়াড়ার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের তরফে যৌথ অভিযান চালানো হয় ওই এলাকায়। গোটা এলাকা ঘিরে ফেলে শুরু হয় অভিযান। বাহিনীর উপস্থিতি টের পেয়ে গুলি চালাতে শুরু করে মাওবাদীরা। পালটা জবাব দেয় যৌথ বাহিনী। দীর্ঘক্ষণ দুপক্ষের গুলির লড়াই চলার পর ৩০ মাওবাদীর দেহ উদ্ধার করা হয়েছে। গোটা এলাকায় এখনও চলছে তল্লাশি অভিযান।

পাশাপাশি পুলিশের তরফে জানা গিয়েছে, মৃত মাওবাদী সদস্যদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি একে ৪৭ রাইফেল, একটি এসএলআর ও প্রচুর পরিমাণ বিস্ফোরক।

গৃহমন্ত্রী অমিত শাহ নকশালবাদের বিরুদ্ধে সরকারের অবস্থান জানিয়ে বলেছেন, “আমরা ২০২৬ সালের মার্চের মধ্যে দেশকে নকশালবাদ মুক্ত করব।” তিনি তরুণদের আহ্বান জানিয়েছেন যে তারা অস্ত্র ছাড়ুক এবং মূল ধারায় ফিরে আসুক। ২০১০ সালে দান্তেওয়ারার ঘটনায় নকশালদের হামলার পর, নিরাপত্তা বাহিনী এভাবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করছে। এতে দেশের নিরাপত্তা পরিস্থিতি আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

Related News

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top