Emiliano Martinez banned for two matches
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: কলম্বিয়ান ক্যামেরাম্যানকে চড় মারার অভিযোগে বড় শাস্তির মুখে পড়লেন মেসির সতীর্থ তথা আর্জেন্তিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। দুটি ঘটনার জন্য তাঁকে দুই ম্যাচ নির্বাসিত করা হল। ফলে আগামী মাসে আর্জেন্তিনার জার্সিতে জোড়া ম্যাচে খেলা হবে না এমির। দিবুর বিরুদ্ধে প্রথম অভিযোগ ছিল, চিলির বিরুদ্ধে সম্প্রতি ম্যাচের শেষে তিনি কোপা আমেরিকার ফাইনাল জয়ের পর ট্রফি নিয়ে কুরুচিকর সেলিব্রেশন করেছিলেন। এরপর দ্বিতীয় ঘটনা ঘটে, কলম্বিয়া বনাম আর্জেন্তিনা ম্যাচে। সেই ম্যাচে মেসিহীন আর্জেন্তিনা হেরে যেতেই কলম্বিয়ার এক ক্যামেরাম্যানকে চড় মারেন এমিলিয়ানো মার্টিনেজ। এই দুই ঘটনার জন্যই তাঁকে নির্বাসিত করেছে ফিফা। ফলে বলিভিয়া এবং ভেনিজুয়েলা ম্যাচে খেলতে পারবেন না তিনি।