Voting in Maharashtra and Jharkhand while by-elections in Uttar Pradesh, Punjab, Kerala, Uttarakhand
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: ভোটগ্রহণ শুরু দেশের দুই রাজ্যে। মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে। এক দফাতেই ভোট হবে মরাঠাভূমে। অন্য দিকে, ঝাড়খণ্ডে শেষ দফার নির্বাচন। এনডিএ না কি বিরোধী জোট ‘ইন্ডিয়া’, দুই রাজ্যের মসনদে কে বসবে, তা ঠিক হবে বুধেই। আগামী শনিবার ভোটগণনা। এই দুই রাজ্যের বিধানসভা নির্বাচনে কী হতে চলেছে, সে দিকেই তাকিয়ে গোটা দেশ।বুধবার মহারাষ্ট্রের ২৮৮ আসনে ভোটগ্রহণ হচ্ছে। একই সঙ্গে দ্বিতীয় তথা শেষ দফার ভোট চলছে ঝাড়খণ্ডের ৮১টির মধ্যে ৩৮টি বিধানসভা আসনেও। গত ১৩ নভেম্বর বাংলার পড়শি রাজ্যের ৪৩ আসনে ভোটগ্রহণ হয়েছে। এ বার মহারাষ্ট্রের ৪১৩৬ জন প্রার্থীর জয়-পরাজয় নির্ধারণ করবেন ন’কোটি ৭০ লক্ষের বেশি মানুষ।ঝাড়খণ্ডেও ক্ষমতা দখলের লড়াইয়ে জোর টক্কর চলছে ‘ইন্ডিয়া’ এবং ‘এনডিএ’-র মধ্যে।
একই দিনে উপনির্বাচন চলছে চার রাজ্য উত্তরপ্রদেশ, পাঞ্জাব, কেরল এবং উত্তরখণ্ডে।যোগীরাজ্য ও পাঞ্জাবে বিক্ষিপ্ত অশান্তির খোঁজ মিলেছে। যদিও মোটের উপরে চার রাজ্যে ১৫ বিধানসভা আসনে শান্তিপূর্ণভাবেই নির্বাচন চলছে। সকাল থেকেই বিভিন্ন ভোটকেন্দ্রে উৎসাহী মানুষের ভিড় দেখা গিয়েছে। উত্তরপ্রদেশে নির্বাচন চলছে ৯টি বিধানসভা আসনে।