Higher Secondary Education Council is creating its own studio for its own YouTube channel.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: নিজস্ব ইউটিউব চ্যানেলের জন্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তৈরি করছে নিজস্ব স্টুডিয়ো। সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, ‘‘স্টুডিয়ো তৈরি হবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সল্টলেক অফিসেই। শিক্ষামূলক নানা আলোচনা থেকে শুরু করে বিশেষজ্ঞ শিক্ষকদের মাধ্যমে পড়ুয়াদের ক্লাসের জন্য প্রয়োজনীয় শুটিংও হবে সেখানেই। কোনও পড়ুয়া কোনও ক্লাস লাইভ দেখতে না পেলে পরে ইউটিউবে রেকর্ডিং-ও দেখে নিতে পারবে। ফেসবুক পেজেও ভিডিয়ো আপলোড করা হবে।’’এর ফলে উপকৃত হবে বহু পড়ুয়া।
করোনার সময়ে যখন মাসের পর মাস স্কুল বন্ধ ছিল, তখন এ রকমই কিছু ক্লাসের ব্যবস্থা করেছিল শিক্ষা দফতর। অবশ্য তখন স্টুডিও না থাকার কারণে বেসরকারি টিভি চ্যানেলে দেখানো হয়েছে। তাই এ বার স্টুডিয়োর সঙ্গে এডিটিং ব্যবস্থাও এক ছাদের তলায় থাকবে।উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শিক্ষকেরা।