ED raids 14 locations across the state to trace ration corruption money
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: বুধের সকাল থেকে অ্যাকশন মুডে ইডি। রাজ্যজুড়ে একযোগে ১৪ জায়গায় হানা তদন্তকারীদের। রেশন দুর্নীতি মামলায় তদন্তে এ দিন হাওড়ার পাঁচলায় পৌঁছেছেন কেন্দ্রীয় তদন্তকারী গোয়েন্দা সংস্থার দল। এই মামলায় যে সকল রেশন ডিলার রয়েছে সেখানে তাঁরা পৌঁছে গিয়েছেন। বস্তুত, রেশন দুর্নীতি মামলায় জামিন পেয়েছেন বাকিবুর রহমান সহ আরও দুই জন। তবে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এখনও জেলে।
হাওড়ার পাঁচলায় বসবাস করেন রেশন ডিলার লোকনাথ সাহা। পাঁচলার বিকীহাকলায় তাঁর এই রেশন দোকান রয়েছে। আধিকারিকরা সেখানেই গিয়েছেন বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। পাঁচলা ছাড়াও বিভিন্ন জায়গায় পৌঁছে গিয়েছেন তদন্তকারী আধিকারিকরা। তাঁদের যে তল্লাশি অভিযান তা চালিয়ে যাচ্ছেন তাঁরা।উলুবেরিয়ার উত্তর জগদীশপুরে এক রেশন ডিলার একাধিক গোডাউন, জগৎবল্লভপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে চলছে তল্লাশি। সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের লাগাতার জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। রেশন দুর্নীতির বিপুল অঙ্কের টাকা বিভিন্ন সংস্থার মাধ্যমে পাচার হয়েছে, সেই টাকার হদিশ পেতেই এই তল্লাশি বলেই বলে সূত্রের খবর।
ইডির দাবি, এই দুর্নীতির তদন্তে নেমে তাঁরা এখনও পর্যন্ত সাড়ে তিনশোরটির বেশি ব্যাঙ্ক অ্যাকাউন্টের খোঁজ পেয়েছে। যার মাধ্যমে কোটি কোটি টাকার হাতবদল হয়েছে। সেই টাকার হদিশ পেতেই ফের সক্রিয় ইডি।