Enforcement Directorate raided Sandip Ghosh’s house on Friday morning.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির তদন্ত করছে সিবিআই। শুক্রবার সকালেই আসরে নামল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সন্দীপ ঘোষের বাড়িতে হানা দিল তারা। একই সঙ্গে হাওড়ায় কৌশিক কোলে এবং বিপ্লব সিংয়ের বাড়িতেও হাজির হয়েছেন ইডির আধিকারিকরা।
এদিন সকালে প্রথমে সন্দীপের বাড়ি গিয়ে ফিরে যান ইডির আধিকারিকরা। কারণ বাড়ির দরজায় বাইরে থেকে তালা দেওয়া ছিল। তা দেখে সিজিও কমপ্লেক্সে ফিরে যান তাঁরা। আবার কিছুক্ষণ পরে আসেন এবং কিছুক্ষণ অপেক্ষা করে তালা খুলে ভিতরে ঢুকে যান তদন্তকারীরা। সন্দীপের বেলেঘাটার ওই বাড়িতে চলছে তল্লাশি। বাড়ি বেষ্টন করে পাহারায় আছে কেন্দ্রীয় বাহিনী। আরজি কর হাসপাতালে আর্থিক অনিয়ম সংক্রান্ত মামলাতেই এই হানা বলে জানা গিয়েছে।
পাশাপাশি শুক্রবার সকালে হাওড়ার বিপ্লব সিংহ, কৌশিক কোলে ও সুভাষগ্রামে প্রসূন চট্টোপাধ্যায়ের বাড়িতেও হাজির হয়েছে ইডি। উল্লেখ্য, চিকিৎসার সরঞ্জাম সরবরাহ ব্যবসার সঙ্গে যুক্ত বিপ্লব সিং। তাঁর ঘনিষ্ঠ কৌশিক। অন্যদিকে চট্টোপাধ্যায় প্রসূন ন্যাশনাল মেডিক্যাল কলেজের ডেটা এন্ট্রি অপারেটর হিসাবে কাজ করতেন। সন্দীপ ঘনিষ্ঠ বলে পরিচিত তিনি।