Dhumavati Ashram is the theme of Kali Puja of East Puttiary Youth Sammilani Club
গ্রামের শেষ প্রান্তে রয়েছে একটি পরিতক্ত আশ্রম। যে আশ্রমে মানুষের আনাগোনা একদমই নেই। নাম শুনলেই ভয়ে কাঁপতে থাকে সবাই। কথিত আছে ভূত, পেত্নী, ব্রহ্মদৈত্য এইসবই রয়েছে আশ্রমে। তন্ত্রসাধকরা এখানে তাদের তন্ত্রসাধনা করেন। আশ্রমে রানী সেজে বসে আছেন একজন। বৃদ্ধ ,কুৎসিত বিধবার বেশে প্রেত, পিশাচ রয়েছে তার হাতের মুঠোয়। তিনিই ধূমাবতী।
দক্ষিণ কলকাতার কুঁদঘাট অঞ্চলের পূর্বপুটিয়ারি যুব সম্মিলনী ক্লাবের এবারের কালীপুজোর ৫২ তম বছরের ভাবনা ধূমাবতী আশ্রম। মন্ডপে প্রবেশের পর থেকেই দর্শকরা দেখতে পারবেন অশরীরি আত্মা, পেত্নী, তার সাথে তান্ত্রিক যিনি তন্ত্রসাধনায় ব্যস্ত।
ভেতরের পরিবেশ এমনভাবেই করা হবে যে দর্শকদের একটি গা ছমছম ব্যাপার থাকে, এ কথা জানান ক্লাবের সদস্যরা। মন্ডপসজ্জা এবং কল্পনা প্রীতম দত্তর হাত ধরে ক্লাব এবার নতুন আঙ্গিকে নিজেদের কালীপুজোর মণ্ডপ তৈরি করতে চলেছে। কালীপুজোর দিন থেকে ৩ নভেম্বর পর্যন্ত শো এর ব্যবস্থা করা হয়েছে।