East Bengal won the Durand Cup
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: ডুরান্ড কাপের ম্যাচে দুরন্ত জয় ইস্টবেঙ্গলের। গুরুত্বপূর্ণ ম্যাচে জিতলেই নক আউট কার্যত নিশ্চিত হয়ে যেত লালহলুদের, সেটাই করে দেখাল কার্লেস কুয়াদ্রাতের ছেলেরা। কাশ্মীরের ডাউনটাউন হিরোজের বিপক্ষে ৩-১ গোলে জিতল ইস্টবেঙ্গল। প্রথমে এগিয়ে গেলেও গোল হজম করেছিল লালহলুদ। কিন্তু এরপর নিজেদের সামলে নিয়ে দলকে জয় এনে দিলেন ক্রেসপো, হিজাজিরা। প্রথমে ফ্রি কিক থেকে দুরন্ত গোলে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন মাদিহ তালাল। তারকা মিডফিল্ডারের গোলে এগিয়ে যায় লালহলুদ, এরপর সমতায় ফেরে ডাউনটাউন হিরোজ। কিন্তু তাঁর কিছুক্ষণের মধ্যেই পেনাল্টি পায় ইস্টবেঙ্গল। সাউল ক্রেসপো গোল করে দলকে এগিয়ে দেন। ম্যাচের শেষের কিছুক্ষণ আগে গোল করেন ইস্টবেঙ্গলের জেসিন, সেই গোলেই ৩-১ গোলে জিতে মাঠ ছাড়ে দিমি, তালালরা।