East Bengal team lost in AFC Champions League Division Tour match at Salt Lake Stadium.
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ডিভিশন টুর ম্যাচে সল্টলেক স্টেডিয়ামে হেরে গেল ইস্টবেঙ্গল দল। শুরুতে ডেভিডের গোলে এগিয়ে গেছিল লালহলুদ, যদিও সেই গোলটি নিয়ে বিতর্ক রয়েছে কারণ বলটি ডেভিডের হাতে লেগেছিল। তবে এরপরই খেলায় ফেরে অলটিন আসির দল। তুর্কমেনিস্তানের এই দল পরপর ৩টি গোল করে ৩-১ গোলে এগিয়ে যায়। অনেকটা ব্যবধানে পিছিয়ে পড়ে গোল শোধের জন্য মরিয়া চেষ্টা করে লালহলুদ। কোচ কার্লের কুয়াদ্রাত সব অস্ত্র ব্যবহার করে অলআউট অ্যাটাকে চলে যান। এরপর মাঝমাঠের বড় ভরসা সাউল ক্রেসপো একক নৈপুন্যে অনবদ্য গোল করেন। নিজেই বল নিয়ে বক্সের ভিতরে ঢুকে একাধিক ডিফেন্ডারকে কাটিয়ে গোল করে স্কোরলাইন ৩-২ করেন। এরপর ইস্টবেঙ্গলের একটি গোল বাতিল হয়, নাহলে ম্যাচ ৩-৩ হয়ে যেতে পারত। শেষ পর্যন্ত ১ গোলের ব্যবধানে হেরেই মাঠ ছাড়ে লালহলুদ।