East Bengal-Mohammedan face off in the Kolkata League on Friday
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: শুক্রবারই প্রায় ফয়সলা হয়ে যেতে পারে কলকাতা লিগের। অবশ্য এক্ষেত্রে মিনি ডার্বিতে জিততে হবে ইস্টবেঙ্গলকে। শুক্রবার নৈহাটি স্টেডিয়ামে রয়েছে ইস্টবেঙ্গ মহনেডান ম্যাচ। গত তিনবারের অন্যতম সফল দলের নাম এই লিগে মহমেডান স্পোর্টিং। এবার তাঁদেরকেই হারিয়ে চ্যাম্পিয়নশিপের দোরগোড়ায় পৌঁছে যাওয়ার সুযোগ লালহলুদ শিবিরের কাছে। এটি কলকাতা লিগের সুপার সিক্সের তৃতীয় ম্যাচ ইস্টবেঙ্গলের। আগের ম্যাচে ডায়মন্ড হারবার ফুটবল দল ভবানীপুরের সঙ্গে ড্র করায় কিছুটা সুবিধা হয়েছে ইস্টবেঙ্গলের। ফলে পরের দুটি ম্যাচ জিতলেই লিগ পকেটে চলে আসতে পারে জেসিন, আমনদের। যে ফুটবলটা এবারে লিগে বিষ্ণু, জেসিনরা খেলছে তাতে মহমেডানের মুখোমুখি হওয়ার আগে যথেষ্টই আত্মবিশ্বাসী ইস্টবেঙ্গল কোচ বিনো জর্জ।