Nezmah FC face East Bengal in the AFC on Friday
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: শুক্রবার এএফসি চ্যালেঞ্জ কাপের গ্রুপ স্টেজের শেষ ম্যাচে খেলতে নামছে ইস্টবেঙ্গল দল। গত ম্যাচে বসুন্ধরা কিংসকে ৪-০ গোলে হারানোয় আত্মবিশ্বাসের দিক থেকে ভালো জায়গায় রয়েছে ইস্টবেঙ্গল দল । শুক্রবার জিততে পারলেই তাঁরা পৌঁছে যাবে কোয়ার্টার ফাইনালে। ড্র হলেও সুযোগ থাকবে, তবে অস্কার চাইবেন লেবাননের নেজমাহ এফসির সঙ্গে ম্যাচটা জিতেই ফিরতে। নেজমাহ দল নিজেদের প্রথম দুটো খেলাতেই জিতেছে, সেখানে ইস্টবেঙ্গল ড্র করেছে পারো এফসির সঙ্গে। তাই গ্রুপ টপার হয়ে সরাসরি পরের রাউন্ডে যেতে গেলে এই ম্যাচে জিততেই হবে লালহলুদ শিবিরকে। গত ম্যাচের উইনিং কম্বিনেশনে তেমন অদলবদল করতে চান না অস্কার ব্রুজো। ম্যাচের আগে অনুশীলনেই বোঝা গেল, একই দল ধরে রাখতে চাইবেন তিনি।